রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ডিএমএফকে চিঠিতে ‘ডাক্তার’ সম্বোধন করে চেম্বার সাজানোর জন্য বিশ হাজার টাকা দিয়েছে বেক্সিমকো ফার্মা। ময়মনসিংহের ভালুকায় বেক্সিমকোর পক্ষ থেকে ডিএমএফ মিন্টু বাউলকে পাঠানো চীফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা ও মার্কেটিং অফিসার রিজভী উল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

চিঠিতে মিন্টু বাউলকে ডাক্তার সম্বোধন করার পাশাপাশি তাদের দেয়া বিশ হাজার টাকার চেক গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এরআগে এলএমএএফদের নিয়ে চিকিৎসক সম্মেলন -এর আয়োজন করেছিল বেক্সিমকো।
প্ল্যাটফর্ম/এমইউএএস