ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকালে চিকিৎসাধীন রোগীর অভিভাবকের হামলায় দুই চিকিৎসক আহত হয়েছেন।
জানা গেছে, সকাল ১০ টার দিকে রোগীদের ওয়ার্ড পরিশর্দনের সময় চিকিৎসকরা বহিরাগতদের ওয়ার্ড থেকে বাহির হতে অনুরোধ জানান। এ কথা শুনে মহিলা ওয়ার্ডের ৪ নং বিছানায় ভর্তিকৃত রোগী সুমির শ্বশুর দিউ গ্রামের রুস্তম আলী উত্তেজিত চিকিৎসকদের গালাগাল শুরু করেন । এক পর্যায়ে ডা. সজিব রিয়াজুর রহমানের ওপর হালমা চালায় রুস্তম আলী। তাকে বাঁচাতে ডা. জাকির হোসাইন এগিয়ে আসলে তার ওপরও হামলা চালানো হয়। এতে দুইজন চিকিৎসকই শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন। ডা. জাকিরের ঠোঁটের নিচ অংশ আঘাতে থেঁতলে গেছে।
থানায় খবর দিলে পুলিশ এসে রুস্তম আলীকে আটক করে। এ ঘটনার পর রুস্তম আলীর রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাইসুল হুদা ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে কিছুদিন আগেও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালানো হয়েছিল ।
সংবাদ সূত্রঃ দৈনিক ইত্তেফাক
amar pasher upozilla, kondin ei list a amaro nam uthbe