সামাজিকভাবে মুখ গহ্বরের স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে প্ল্যাটফর্মের ডেন্টাল অ্যাকাডেমিক ডিভিশনের পক্ষ থেকে আসছে “ডেন্টাল কমিক বুক”। বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচিত হয়।
প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের পরিচালক ডা. আফসারা নওয়ার জানান “দাঁতের যেসব সমস্যা নিয়ে রোগীরা ডাক্তারের শরণাপন্ন হতে চায় না বা যেসব সমস্যা ডাক্তারের কাছে না গিয়েও যথাযথ সচেতনতার মাধ্যমে সমাধান সম্ভব, তা এই বইয়ে বিভিন্ন কমিকের মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে ডেন্টাল কমিক বুকের সাহায্যে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সচেতনতার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।”
অন্যদিকে ডিভিশনটির সহকারী পরিচালক ডা. টি এইচ এম এনায়েত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁতের সঠিক চিকিৎসা নিয়ে একটি বিশাল জনগোষ্ঠীর মধ্যে এখনো রয়েছে যথাযথ সচেতনতার অভাব- যার মধ্যে শিশুরা অন্যতম। তাই গল্পের ছলে তাদের সচেতন করে তোলার উদ্দেশ্যেই মূলত এ কমিক বুকটি তৈরি করি আমরা। ভবিষ্যতে এ ধরনের আরো সচেতনতামূলক কার্যক্রম নিয়ে প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশনের আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আশা করি, শীঘ্রই সেগুলো নিয়ে কাজ শুরু করতে পারব।”
উল্লেখ্য যে বিশ্বব্যাপী দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুখ গহ্বর সম্পর্কে জনসাধারণের উপযুক্ত সচেতনতার অভাব। এর আগেও প্ল্যাটফর্ম ডেন্টাল একাডেমিক ডিভিশন পোস্টার মেকিং, সিএমই, লাইভ প্রোগ্রাম, প্ল্যাটলাস আর্টসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মুখ গহ্বরের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখে আসছে।
Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.