সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪
আজ (৪নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০২৪’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০২৪’ এর স্লোগান ছিল – ‘ওয়ান হেলথ ইন কমিউনিটিজ’। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ইউএসএইড, ডিএআই, ডব্লিউএইচও, পরিবেশ অধিদপ্তর, ওয়ান হেলথ সেক্রেটারিয়েট, হেলথ বাংলাদেশ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ -এর প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “এক স্বাস্থ্য (ওয়ান হেলথ) ধারণা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, যা মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশগত সুস্থতার অভিন্ন সংযোগকে চিহ্নিত করে। তাই এদের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমে জনগণকে যুক্ত করতে হবে। এক স্বাস্থ্য ধারণার ওপর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, “কৃষিতে পেস্টিসাইড, হার্বিসাইড ব্যবহারের ফলে দেশের উৎপাদিত কৃষিপণ্য মানুষ ও প্রাণী স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাড়িয়েছে। আমরা খাদ্য দ্রব্যের উৎপাদন বাড়িয়েছি কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনে যথেষ্ট পরিমাণ গুরুত্বারোপ করিনি। ওয়ান হেলথ এপ্রোচের মাধ্যমে মানুষ, প্রাণী ও কৃষি উৎপাদন নিয়ন্ত্রণ করা হলে মানব স্বাস্থ্য রক্ষা হবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন –ইউএসএইডের ন্যাশনাল কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. নীতিশ চন্দ্র দেবনাথ, ইউএসএইডের মিশন ডিরেক্টর টু বাংলাদেশ রিড জে এ্যাশলিম্যান, ফাও’র বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, ডব্লিউএইচও বাংলাদেশ অফিসের ভারপ্রাপ্ত প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল।
সভায় ওয়ান হেলথ প্রতিযোগিতা ২০২৩ ও ২৪ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী