প্ল্যাটফর্ম নিউজ, ২ এপ্রিল, ২০২১ শুক্রবার
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার (১ এপ্রিল, ২০২১) রাতে তাঁর নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক বার্তায় তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা লিখেন, “বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।”
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণকারী দেশের প্রথম পাঁচজনের মধ্যে অন্যতম তিনি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও করোনাতে আক্তান্ত হয়ে বর্তমানে নিজ বাসগৃহে আইসোলেশনে রয়েছেন।
“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবার তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছে।
নিজস্ব প্রতিবেদক
খুরশিদা জেবিন জিনিয়া