প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
করোনা ভ্যাকসিন পেতে ৫ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এমপি ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
ভ্যাকসিন প্রস্তুত হলে প্রথমে সুবিধামতো সময়ে সেরাম ইনস্টিটিউট তিন কোটি ভ্যাকসিন বাংলাদেশকে দেবে। সেরাম বাংলাদেশে বেক্সিমকোর মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনিকার যৌথ উদ্যগে তৈরী করোনা ভ্যাকসিন চ্যাডক্স-১ (কোভিশিল্ড) সরবারহ করবে। প্রথম পর্যায়ে ৬ মাসে বাংলাদেশ পাবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন যা সর্বপ্রথম দেয়া হবে দেশের দেড় কোটি স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধ মানুষকে।
ভ্যাকসিনটি বাংলাদেশের ইপিআই টিকাদান কর্মসূচির কোল্ড চেইন সিস্টেমের সাথে মানানসই। প্রায় ৫০০ টাকা মূল্যের এই ভ্যাকসিনটি ৪ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবহন এবং বিতরণ করা যাবে।
জানুয়ারীর ভিতরে ভ্যাকসিনটি আসার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।