২৬ ফেব্রুয়ারি ২০২০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এর মতে করোনা (COVID-19) শীঘ্রই প্যান্ডেমিক বা মহামারী আকার ধারণ করতে পারে। সম্ভাব্য এই মহামারী মোকাবিলায় প্রতিটি দেশের তদানুরূপ সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা উচিত।
তবে করোনাকে এখনই মহামারী হিসেবে ঘোষণা করা হচ্ছে না। মহামারী (প্যান্ডেমিক) বলতে এমন কোন রোগকে বোঝায় যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ একই সাথে আক্রান্ত হয়।
চলতি বছরের জানুয়ারিতেও করোনা সংক্রমণ সীমাবদ্ধ ছিল চীনে। মাত্র একমাসের ব্যবধানে চীনের বাইরে আরো কয়েকটি দেশে কয়েকশত মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। ইরান,দক্ষিন কোরিয়া এবং ইটালিতে COVID-19 এর সংক্রমণ চিন্তার বিষয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০১৯ এর ডিসেম্বরে প্রকাশিত হওয়া COVID-19 এ এখন পর্যন্ত চীনে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৭,০০০ এবং মৃতের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে। চীনের বাইরে আরো ৩০ টি দেশে মোট আক্রান্ত প্রায় ১২০০ এবং তাদের মধ্যে মারা গিয়েছেন প্রায় ২০ জন রোগী।
সূত্র: বিবিসি
নিজস্ব প্রতিবেদক/নাহিদা হিরা