১৮ মে ২০২০, সোমবার
ডা. ধীমান চৌধুরী
শিশু বিশেষজ্ঞ, কনসালটেন্ট
পেডিয়াট্রিক, আইসিইউ
চট্টগ্রাম মেডিকেল কলেজ
-
করোনা-রাগ করো না
করোনা আমায় জানিয়ে দিলে
কতটা খোঁড়া আমি,
তুমি আমায় জানিয়ে দিলে
জীবনটা যে দামী।
এক বিছানায় তিন শিশু
চিকিৎসা দেই মেলা,
আজ তুমি বললে হঠাৎ
এটা যে অবহেলা।
কসাই বলে সবাই ডাকে
আমি থাকি চুপ,
লুকানো এক করোনাকে
মনে পড়ে খুব।
গরিব সেতো সবসময়
ছিল অবহেলায়,
ধনীরা আজ পড়ে গেল
একই রকম খেলায়।
মাঠ যে বড্ড নোংরা
ধনীরা গো ধরে,
আমি কসাই দেখি
ধর্মে কল বাতাসে নড়ে।