প্ল্যাটফর্ম নিউজ, ১০ জুলাই, ২০২০, শুক্রবার
প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল
করোনা এসে আমাদের মৌলিক কিছু ইগোতে হাত দিয়েছে৷ তছনছ হয়ে গেছে অর্থ বৈভবের দাম্ভিকতা৷ ওলোটপালোট হয়ে গেছে দীর্ঘদিনের দূষিত সামাজিক স্তর বিন্যাসের সিড়ি৷ এখন যারা বাধ্য হয়ে দেশে চিকিৎসা নিচ্ছেন, এটাই যদি আপনারা স্বেচ্ছায় আগে থেকেই নিতেন; হয়তো স্বাস্থ্য ব্যবস্থার এই করুণ হাল আমাদের দেখতে হতো না!
ডাক্তারকে মারলে, পিটিয়ে মেরে ফেললেও কারো কিছুই যায় আসে না, নার্সকে চলন্ত বাসে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখলে আপনি বিদেশী নাগরিকদের মতো আচরণ করেন – কিভাবে এ দেশে ভাল স্বাস্থ্যসেবা আশা করেন?
উঠতে বসতে, চলতে ফিরতে, চিন্তা চেতনায়, ভাষণে ষোল আনা পলিটিক্যাল৷ তাও বিষাক্ত পলিটিক্স!
সমাজের কাউকে ভাল কাজ করতে দেখলে বুকে হাত রেখে বলুনতো, আপনি নিজেই কয়েকটা সন্দেহজনক প্রশ্ন করেন কি না? কেন করেন? মানুষ কি স্বার্থহীনভাবে কিছু করতে পারে না? আপনি ভেবে দেখেনতো কত ভালো মানুষের সুকর্মকে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন!
এখন থামুন।
চোখ কান খোলা রাখছেন তো?
হাসপাতালে কেউ নিচ্ছে না, কেউ ছাড় দিচ্ছে না৷ আইসিইউতে বেড নেই৷ নো ভেন্টিলেটর এভেইলেবল!
(ঈষৎ পরিবর্তিত)