প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে, ২০২০, শুক্রবার
পটুয়াখালীর বাউফল উপজেলায় গত ১৩ মে বুধবার করোনাকে জয় করে এই উপজেলার মোট ৬ জন রোগীই বাড়ি ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রশান্ত কুমার সাহা ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল তাদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আনিছুর রহমান বালী, বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ন কবীর।
খোজ নিয়ে জানা গেছে যে, ঢাকার কেরানীগঞ্জ থেকে আগত ২২ জন নারী, পুরুষ ও শিশু বগা থেকে বাড়ি যাওয়ার সময় পুলিশের হাতে আটক হন। এরপর এদের প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টাইনে রাখা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হলে ৪ জনের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে দু দফায় তাদের রিপোর্ট নেগেটিভ আসে।একই সময় চন্দ্রদ্বীপের ১ জন ও বিলবিলাসের ১ জনের দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ আসায় মোট ছয়জনকে আইসোলেশন থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
এর আগে কালিশুরীতে করোনা আক্রান্ত হালিম বক্স মৃত্যবরণ করেন এবং কালাইয়ার একই পরিবারের ৫ জন সদস্য সুস্থতা লাভ করেন। ৬ জন রোগীর সুস্থতার মধ্য দিয়ে বাউফলে করোনা রোগীর সংখ্যা এখন শূন্যতে।
নিজস্ব প্রতিবেদক//নাহিদ নিয়াজ