প্ল্যাটফর্ম নিউজ, ২৫ এপ্রিল ২০২০, রবিবার
মহামারী করোনার বিষাক্ত ছোবল যেন থামছেই না। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত ও নতুন শনাক্তের সংখ্যা। ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ করতে থাকা চিকিৎসকেরাও রেহাই পাচ্ছেন না এই বিপর্যয় থেকে।
আজ (রবিবার) কোভিড-১৯ জটিলতায় প্রাণ গেলো রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজিপুর- এর সহকারী সার্জন ডা. আশিষ কুমার বণিকের। করোনা শনাক্ত হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরেই তিনি উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে আজ আনুমানিক বেলা ১২ টায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, অবশেষে আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টাঙ্গাইলে তাঁর গ্রামের বাড়িতে লাশ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তাঁর এ অকাল প্রয়াণে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত।