প্ল্যাটফর্ম প্রতিবেদন,
রবিবার, ১৯শে এপ্রিল, ২০২০
গ্যাস্ট্রোসকাইসিস হলো একটি জন্মগত ত্রুটি যেটাতে শিশুর অন্ত্রের কিছু অংশ, এমনকি যকৃৎও পেটের বাহিরে বেরিয়ে থাকে। উন্নত দেশে এ ধরনের রোগীর অপারেশন পরবর্তী চিকিৎসার পর বেচেঁ থাকার হার প্রায় ৯০ ভাগ। কিন্তু আমাদের বাংলাদেশে এই চিত্রটা ঠিক উল্টো মানে বেঁচে থাকার হার প্রায় ১০ ভাগ। বিগত ৯ই এপ্রিল ভোর ৪:০০ টার দিকে এ ধরণের সমস্যা নিয়ে ঢাকা শিশু হাসপাতালে নীলফামারী থেকে এক শিশু ভর্তি হয়। যার পরিবার জন্মের ৭ ঘন্টার ভেতরে নিয়ে আসতে সক্ষম হয় বলে তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়। ঐদিন সকালেই সফলভাবে অপারেশন সম্পন্ন হয়।
সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় রোগী ১৮ই এপ্রিল সুস্থ হয়ে বাসায় ফিরে যায়। জটিল এই অপারেশন সম্পন্ন করেছেন ঢাকা শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. নাজমুল ইসলাম। তাঁর সহযোগিতায় ছিলেন ডা. সৌরভ চন্দ এবং ডা. কামরুন্নাহার। এই রোগীর এনেস্থেসিয়া দিয়েছেন ডা.শাহিন শরীফ। বিশেষজ্ঞ টিম সাপোর্ট দিয়েছেন প্রফেসর মিতুল ও প্রফেসর সাব্বির করীম। দেশ ও জাতির এই পরিস্থিতিতেও ডাক্তারদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
প্ল্যাটফর্ম প্রতিবেদক / নুরুল আমিন