৯ মার্চ ২০২০: [ছড়িয়ে পড়া করোনাভাইরাস, SARS-CoV19, বিষয়ে আতঙ্ক কাটিয়ে কীভাবে সচেতন থাকা যায়, তা ছড়ার মাধ্যমে লেখনীতে তুলে ধরেছেন ডা. অনির্বাণ সরকার]
-
করোনা-ছড়া
ডা. অনির্বাণ সরকার
সিলেট ওসমানী মেডিকেল কলেজ (৩৮ ব্যাচ)
করোনার ভয় করো না,
অযথা ভয়েতে মরো না।
গণহারে মাস্ক কিনো না,
গুজবেতে কান দিয়ো না।
থাকো ফিটফাট, পরিষ্কার,
হাত দুটি ধোও বারবার।
কাশি হলে মুখ ঢেকে রাখো,
জ্বর হলে ঘরে শুয়ে থাকো।
মনে ও শরীরে থাকো ফাইন,
সন্দেহে নাও হটলাইন *।
রাস্তায় থুথু ফেলো না,
জনসমাবেশে যেও না।
করোনার ভয় কর শেষ
জিতবে যুদ্ধে আমার দেশ। 🇧🇩
*০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১