প্লাটফর্ম নিউজ , ১৪ মে ২০২০, বৃহস্পতিবার
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতিতে অসহায় এবং নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং সমাজের সচেতন নাগরিকগন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলস ভাবে চলমান পরিস্থিতিতে অসহায় এবং নিম্নবিত্ত মানুষদের সাহায্য-সহযোগিতা প্রদান করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ইফতারের জন্যে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিদিন ধানমণ্ডি,পান্থপথ, নিউমার্কেট ও হাতিরপুলে একশত জনের হাতে ইফতার পৌঁছে দিচ্ছেন।
এ পর্যন্ত সর্বমোট প্রায় চার হাজার অসহায় ও নিম্নবিত্ত মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। প্রতিদিন তিন/চার জন করে সর্বমোট বিশজন চিকিৎসক স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন ইফতার বিতরণে।
তাঁদের এই মহৎ কার্যক্রমটি সমগ্র রমজান মাস অব্যাহত থাকবে। এভাবেই হাসি ফুটিয়ে যাচ্ছেন সমাজের নিম্ন আয়ের মানুষগুলোর মুখে।
নিজস্ব প্রতিবেদক/আনিসুর রহমান রিয়াদ