প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
প্রতিনিয়ত কোভিড-১৯ প্রতিরোধের লড়াইয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরা। এর ভয়বাহতা থেকে বাদ পরে নি আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসকেরাও। তথ্য সূত্রে জানা যায়, গতকাল ২০ এপ্রিল, ২০২০ এ করোনা পজিটিভ হন ১ জন ইন্টার্ন চিকিৎসক। এই ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় মেডিসিন ও সার্জারি বিভাগ। ইমার্জেন্সী বিভাগও বন্ধ করে দেওয়া হয় এবং শুধু খোলা রাখা হয়েছে গাইনী ও পেডিয়াট্রিক্স বিভাগ।
তারপরেই ২১ এপ্রিল, ২০২০ মঙ্গলবার সকালে দুইজন সহকারী অধ্যাপক করোনার উপসর্গ নিয়ে পরীক্ষা করালে তারাও কোভিড- ১৯ পজিটিভ হয়েছেন বলে জানা যায়। মৃদু উপসর্গ থাকায় ৩ জন চিকিৎসক ই তাদের নিজ নিজ বাড়ীতে আইসোলেসনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শারীরিক অবস্থা নিয়মিত জানানোর এবং শ্বাস কষ্ট দেখা দিলে কিংবা অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দিয়েছে । সেই সাথে করোনার ঝুঁকি এড়াতে ৫২ জন চিকিৎসক কোয়ারেন্টিনে আছেন।
প্ল্যাটফর্ম প্রতিবেদক/ সুরাইয়া আক্তার আশা