প্ল্যাটফর্ম নিউজ, ২৯ মে ২০২০, শুক্রবার:
ডা. অসিত বর্ধন,
রাজশাহী মেডিকেল কলেজ (২৫তম ব্যাচ),
এনেস্থেসিওলজিস্ট , ভ্যাঙ্কুভার , কানাডা
সামনে যদি করোনা উপসর্গ ছাড়া অন্য কোনো অসুখে আক্রান্ত রোগী থাকেন অথবা উপসর্গবিহীন কোভিড-১৯ পজিটিভ রোগী থাকেন, সেক্ষেত্রে আমাদের কী করণীয় হবে?
আমি যখন চিকিৎসক হিসেবে সেবা দিবো তখন যা যা করণীয়
– নিজে সার্জিকাল মাস্ক পরব, রোগীকে মাস্ক পরতে বলব
– হাসপাতালের ড্রেস পরব, যেটা ডিউটি শেষে ধুতে দিয়ে দিবো।
– হাত না ধুয়ে নিজের চোখ নাক বা মুখে হাত দিবো না।
– রোগীকে স্পর্শ করতে হলে স্পর্শের আগে-পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিবো অথবা স্যানিটাইজার ব্যবহার করব। সম্ভব হলে ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করবো।
– AGP (এরোসল জেনারেটিং প্রসিডিওর – যেমন ইনটিউবেশন, দাঁতের ড্রিলিং, ইএনটি ওরাল প্রসিডিওর) করার সময়ে সার্জিকাল মাস্ক, গগলস/ফেস শিল্ড, গাউন পরবো।
চিকিৎসক হিসেবে কোন কোন ক্ষেত্রে অবশ্যই ফুল পিপিই পরিধান করবো
– যদি কারো কোভিড-১৯ টেস্ট পজিটিভ থাকে এবং উপসর্গ থাকে
– যদি কারো কোভিড-১৯ টেস্ট নেগেটিভ কিন্তু করোনা উপসর্গসমূহ থাকে
– যদি কারো কোভিড-১৯ টেস্ট হয় নি কিন্তু করোনা উপসর্গ আছে
উটকো উপদেশ না শুনে সেবা প্রদানের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) অথবা DGHS গাইডলাইন অনুসরণ করব।
আমি যখন সাধারণ মানুষ তখন আমার যা যা করণীয়
– বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবো। অন্যের সাথে ৬ ফিট দুরত্ব মেনে চলবো।
– নিজের হাত না ধুয়ে, চোখে, নাকে, মুখে হাত দেব না। অন্য মানুষ স্পর্শ করেছে এমন কিছু স্পর্শ করলে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিবো, বিকল্প হিসেবে এলকোহল ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করবো।
– সামান্যতম হাঁচি, কাশি, সর্দি, জ্বর থাকলে বাসায় থাকবো ও চিকিৎসকের পরামর্শ নিবো। পরিবারের সদস্যদের থেকে যথাসম্ভব নিজেকে আলাদা রাখবো এবং একটি রুমে নিজেকে আইসোলেশনে রাখবো।
কোভিড-১৯ টেস্ট পজিটিভ আতংকিত হওয়ার কিছুই নেই, ৯০ ভাগ রোগী অল্প উপসর্গ নিয়ে সুস্থ হয়ে উঠেন।
সুস্থ থাকা অবস্থায় সাধারণ মানুষ হিসেবে আমি আতংকিত হবো না, অন্য কেউ আক্রান্ত শুনলে তাকে তাড়িয়ে দেব না। আক্রান্ত ব্যক্তির চিকিৎসা, টেস্ট করানো, পথ্য সরবরাহ, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ নিস্চিত করব। স্বাস্থ্যকর্মী, পুলিশ, সংবাদকর্মীসহ অন্যান্য সেবা প্রদানকারী সকলকে তাদের কাজ করতে সাহায্য করব।
সবাইকে সচেতন করবো কারণ করোনা প্রতিরোধে সবার ভূমিকা আছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দিয়েই কেবল বিজয়ী হতে পারি।