প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ২২ এপ্রিল, ২০২০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে কয়েকদিন আগেই। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।
করোনার ছোবলে পুরো বিশ্ব পর্যুদস্ত। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দিনদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে অন্তত ৪ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ১৭৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন দেড় শতাধিক বাংলাদেশি।
যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে গতকাল নতুন করে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বিশ্বের ১৩ টি দেশে ৩০১ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৭৮ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন। এ ছাড়া সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনা ভাইরাসে বিদেশি নাগরিকদের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ১১১ জনের মধ্যে মাত্র ২০ জন স্থানীয় নাগরিক। বাকিরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৯ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
দেশটিতে কর্মরত প্রায় ৬০০ জন বাংলাদেশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়