সংবাদদাতা: এলিনা হক আনিকা, K-70
ছবি: জান্নাতুন নায়েমা মৌরি, K-70
গত ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন এবং ডিউটি রত ডাক্তারের সাথে ঘটে যাওয়া ন্যাক্কার জনক ঘটনার প্রতিবাদে আজ মেডিকেল চত্বরে ডিএমসি এর চলতি ব্যাচ K-70, K-71, K-72, K-73 ও K-74 এর মেয়েদের পক্ষ থেকে মানব বন্ধন এবং প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী বৃন্দ।
বেলা ১১ টায় মিলন চত্বরে ৪ তারিখের ঘটনা বিস্তারিত বর্ণনা করে জনমত গঠন করা হয়। পরবর্তীতে “We Want Justice, We Want Safety, ডাক্তারদের উপর অত্যাচার মানি না মানবো না” এমন স্লোগান দিতে দিতে কলেজ প্রাজ্ঞন থেকে তারা অবস্থান নেয় শহীদ মিনারে।
প্রায় দুইশত মেয়ে শিক্ষার্থীর স্লোগনে শহীদ মিনার এলাকা মুখরিত হয়। সেখানে ঘন্টা দুয়েক অবস্থানের পর তারা ফিরে আসে। এ সময় তারা হাসপাতালে নিরাপত্তা ব্যাবস্থা জোড়দার সহ চার দফা দাবি উত্থাপন করে। এবং যথাযথ কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানায়।
জুনিয়র শিক্ষার্থীরা জানায়, ভবিষ্যৎ কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত না করে তারা ক্লাসে ফিরে যেতে চায় না। অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে যথাযথ কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়।
নিজ নিজ মেডিকেল থেকেও আরো কঠোর ভাবে আন্দোলন করার জন্যে আহবান জানানো হয়।
Purus ra ki manus na???
Alada keno kora hocche???
ছাত্র??
এডিট প্লিজ
doctor=Common gender
go ahed…
all doctor come together…