বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
কারাগার থেকে ছাড়া পেয়েছেন রাজধানীর ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদী বিন শামসসহ গ্রেপ্তারকৃত বাকি পাঁচজন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সকল দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তাঁরা।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) ডা. সাদী বিন শামসসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকায় শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে ১৭ জানুয়ারি ডা. সাদীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। পরেদিন শনিবার (১৮ জানুয়ারি) তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর হিরণ মোল্লা এ ঘটনায় করা হত্যা মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
প্ল্যাটফর্ম/