প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন ২০২০, সোমবার
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে করোনাভাইরাস শনাক্তের উদ্দেশ্যে আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে। রোববার (৩১ মে) বিকালে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি চালু করা হয়।
আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ায় এখন থেকে কিশোরগঞ্জেই করোনা পরীক্ষা করা যাবে। ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের করোনা পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ কিংবা তিনগুণও করা যাবে। এতে কিশোরগঞ্জের মানুষজন দ্রুত করোনা পরীক্ষার ফলাফল দ্রুততর সময়ের মধ্যে সক্ষম হবে এবং চিকিৎসা সেবার মান এগিয়ে যাবে আরেকধাপ বলে মনে করেন বিশেষজ্ঞরা।