ঢামেক সূত্রে জানা যায়, ঢামেকে এখন দগ্ধ ১১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৯ জন বার্ন ইউনিটে, একজন আইসিইউতে ও দুজন অর্থপেডিকে ভর্তি আছে।
সামন্ত লাল সেন জানান, গতরাতে আগুন লাগার পর থেকে ১৮ জন রোগী বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন। যাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বার্ন ইউনিটের সমন্বয়ক আরও বলেন, ‘বার্ন ইউনিটে ভর্তি রোগীর সবাই পুরুষ। কোনও রোগী আশঙ্কামুক্ত নয়। প্রত্যেকেরই মেজর বার্ন। কারও কারও ৩৫-৬০ ভাগ বার্ন আছে। বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে।’
তিনি বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি সার্বিক খোঁজ খবর রাখছেন। আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
বুধবার রাতে চকবাজারের ওই আগুনে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ৬১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।