প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন ২০২০, সোমবার
কোভিড-১৯ এর চিকিৎসায় চট্টগ্রামে প্রথম প্লাজমা থেরাপি নেয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলাম বাবু সুস্থ হয়েছেন। রবিবার (৩১ মে) রাতে চমেক হাসপাতালের ল্যাবের নমুনা পরীক্ষার প্রকাশিত ফলে এ তথ্য জানা গেছে। এর মধ্য দিয়ে প্লাজমা থেরাপির মাধ্যমে সুস্থ হলেন সার্জারি বিভাগের এই সহযোগী অধ্যাপক।
ডা. সামিরুল ইসলাম বাবু করোনা আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নিয়েছিলেন। গত ২১ মে তাঁকে চমেক হাসপাতালের একটি কেবিনে আইসোলেশনে চিকিৎসা দেয়া হয়। পরে ২৬ মে সকালের দিকে তাঁর অক্সিজেনের সেচুরেশন কমে যায়। তখন তড়িঘড়ি করে অক্সিজেনের চাপ বাড়ানো হয়। ওইদিনই চিকিৎসকরা সন্ধ্যা সাত টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে তাঁকে ২৫০ মি.লি. প্লাজমা দেয়া হয়। সদ্য করোনামুক্ত হওয়া মো. তারেক নামে এক ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে তা এই চিকিৎসকের শরীরে দেয়া হয়। এর দুই দিন পর প্লাজমা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোভিড থেকে সুস্থ হওয়া পুলিশ কনেস্টেবল অরুন চাকমা।
ডা. সামিরুল ইসলাম চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে চিকিৎসাধীন আছেন। তাঁকে কোভিড-১৯ গাইডলাইন অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেয়া হয় বলে জানান তাঁরা।