প্ল্যাটফর্ম নিউজ, ৭ সেপ্টেম্বর, ২০২০, সোমবার
করোনা মহামারীতে শহীদদের সাথে যুক্ত হলেন আরও একজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন যশোর জেলার প্রবীণ অভিজ্ঞ চিকিৎসক ডা. কিসমত হাসার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ৬ সেপ্টেম্বর ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে বিগত ১৭ দিন যাবত ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গতকাল ভোরে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডা. কিসমত হাসার স্যার ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন প্রাক্তন মেধাবী ছাত্র। বর্তমানে যশোর জেলার আর.এন রোডের একটি চেম্বারে জেনারেল প্র্যাক্টিশনার হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন। যশোর জেলায় মেধাবী, সৎ, জনদরদী, একনিষ্ঠ এবং ধার্মিক ব্যক্তি হিসেবে সকলের নিকট সুপরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।