২০ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯২ জন, মৃত্যুবরণ করেছেন আরো ১০ জন ও আরোগ্য লাভ করেছেন ১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ২৯৪৮ জন, মোট মৃতের সংখ্যা ১০১ জন এবং সুস্থ হয়েছেন মোট ৮৫ জন।
দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন মৃত্যুবরণ করা ১০ জন রোগীর ৮ জন পুরুষ ও ২ জন নারী। তাদের ৫ জনই ঢাকার অধিবাসী ছিলেন, ৪ জন নারায়ণগঞ্জের এবং অপর ১ জন নরসিংদীর অধিবাসী ছিলেন। তাদের ৪ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৪ জন ছিল ৫১-৬০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ছিল ৪১-৫০ বছরের মধ্যে।
গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে এ তিন জেলায় রোগীর সংখ্যা যথাক্রমে ১৯.৫%, ১৩.৫% এবং ৬%।
গত ২৪ ঘণ্টায় ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকালের তুলনায় নমুনা সংগ্রহের ও নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১০% ও ৫.৭%।
নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা