প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৩ মে, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৬৩ জন, মৃত্যুবরণ করেছেন আরো ২ জন ও আরোগ্য লাভ করেছেন ১ জন। এ নিয়ে জেলাটিতে মোট শনাক্ত রোগী ৫২৬ জন, মোট মৃতের সংখ্যা ২০ জন এবং সুস্থ হয়েছেন মোট ৮৮ জন।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি নাঙ্গলকোটে ২৫ জন, মুরাদনগরে ১৪ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩ জন, আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ৬ জন, লাকসামে ৭ জন, বুড়িচংয়ে ১ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন আছেন।
এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও কার্ডিওলজি বিভাগের ২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের আরেক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্রাহ্মণপাড়ার দুই জনের করোনা পজেটিভ এসেছে। স্বাস্থ্য বিধি মেনে তাঁদের দাফন করা হয়েছে।