প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে ২০২০, বুধবার
ডা. আফরোজা আকবর সুইটি
সহকারী অধ্যাপক, ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ
SARS CoV-2 Real Time RT-PCR টেস্ট (করোনা পরীক্ষা) ঢাকা মেডিকেল কলেজে কোথায়, কিভাবে করবেন?
একজন করোনার উপসর্গসহ রোগী ঢাকা মেডিকেল কলেজে Real Time RT-PCR টেস্ট করাতে পারেন। কিছু পরিবর্তন এসেছে এখন। বিশেষ করে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে কাজ শুরুর পর থেকে।
রোগীর যদি উপসর্গ থাকে-
ইমার্জেন্সি এর পাশে পুরাতন বার্ণ ইউনিট বিল্ডিং এ যেতে হবে। সেখানকার দায়িত্ব প্রাপ্ত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ভর্তির মতো হলে ভর্তি করে দেবেন। মনে রাখবেন তারা যথেষ্ঠ অভিজ্ঞতা সম্পন্ন। আর স্বেচ্ছায় আপনি কোভিড-১৯ এর রোগী না হয়েও ভর্তি হলে, অন্যান্য কোভিড-১৯ রোগী হতে সংক্রামিত হবেন নিশ্চিত। কাজেই আবেগী না হয়ে বাস্তবতা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করুন।
ভর্তি রোগীদের ক্ষেত্রে-
ফরম পূরণ করে ঢামেক হাসপাতালের ডিরেক্টর স্যারের সাইন হলে, ঐ ফরম ভাইরোলজি বিভাগে পাঠিয়ে দেয়া হবে সময় মতো। রোগী বা রোগীর লোকের দৌড়াদৌড়ি করার কোন দরকারই নেই। ভাইরোলজি বিভাগ থেকে টেকনোলজিস্ট নির্দিষ্ট সময় বার্ণ ইউনিটের বিল্ডিং হতে স্যাম্পল সংগ্রহ করবেন।
স্যাম্পল ভাইরোলজি বিভাগের ল্যাবে পরীক্ষা শেষে রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কাজেই এক্ষেত্রেও রোগী বা রোগীর লোকের ভাইরোলজি বিভাগে আসার বা যোগাযোগের কোন সুযোগ নেই, দরকারও নেই।
ডাক্তারগণ কীভাবে করাবেন টেস্ট?
আগের মতোই ফরম পূরণ করে নিজ বিভাগের প্রধান হয়ে ফরম চলে যাবে ডিরেকটর স্যার এর অফিসে। সেখান থেকে ওনারা পাঠাবেন ভাইরোলজি বিভাগে। আপনারা নতুন কলেজ বিল্ডিং-এর ৪র্থ তলায় কালেকশন রুমে গিয়ে স্যাম্পল দিবেন। আপনাকে কষ্ট করে ভাইরোলজি বিভাগে আসতে হবে না।
সিস্টার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কিভাবে করাবেন টেস্ট?
ফরম পূরণ করে নিজ বিভাগের প্রধান হয়ে ডিরেক্টর স্যারের সাইন হয়ে গেলে, ওখান থেকে ভাইরোলজি বিভাগে ফরম পাঠানো হবে। আপনারা আগের মতো ইমার্জেন্সি বেইজমেন্টে অপেক্ষা করবেন। টেকনোলজিস্ট সেখান থেকে স্যাম্পল কালেকশন করবেন। আপনার বা আপনাদের কাউকে দৌড়াদৌড়ি করতে হবে না। ভাইরোলজি বিভাগেও আসতে হবে না।
কিছুকথাঃ
*ডাক্তার, সিস্টার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ডিরেক্টর অফিস থেকে জেনে নেবেন রিপোর্ট কোথা থেকে সংগ্রহ করতে হবে।
*ছোট একটি বিভাগ, স্বল্প জনবলে আপনাদের জন্য বিশাল কাজের বোঝা নিয়ে, এক মাসের বেশি সময় অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতা না পেলে সুষ্ঠুভাবে কাজ করা কঠিন!
*আপনি যদি নির্দিষ্ট স্থানে ফরম না দিয়ে সরাসরি ভাইরোলজি বিভাগে আসেন আর আনসার আটকে দেয়, কথা কাটাকাটি হয়- সেটি দৃষ্টিকটু। আবার আপনি যদি ইনফেক্টেড থাকেন আর রুমে এসে রিপোর্ট নিতে চান, আমার পাশে দাঁড়িয়ে থেকে দেখতে চান-আমাকে অযৌক্তিক কারণে ইনফেক্টেড করে ফেলবেন, তাই না?
আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি।
সবার জন্য শুভকামনা রইল। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে হেফাজত করুন, হেদায়েত দিন।