প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১২ মে, ২০২০
দেশে চলমান কোভিড-১৯ মহামারীতে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা পনেরো হাজার ছাড়িয়েছে। তবে ইতিমধ্যে অনেকে আরোগ্যও লাভ করেছেন।
দেশে বিদ্যমান করোনা মহামারির এই সংকটময় পরিস্থিতিতেও থেমে নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BSMMU) এর শিশু বিভাগ। চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন চিকিৎসকেরা।
BSMMU’র শিশু বিভাগের সেবাদান কার্যক্রম:
১. শিশু (সাধারণ) বহি:বিভাগ এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বহি:বিভাগ প্রতিদিন খোলা আছে। বাকি এলাইড বিভাগের আউটডোর সেবা অন্ত বিভাগে বিশেষ ব্যবস্থায় চলমান আছে।
২. নবজাতকদের টিকা দান সম্পর্কিত সকল সেবা চলমান আছে। রুমঃ ৩০৩, মেডিসিন বহি বিভাগ।
৩. বিভিন্ন (শিশু সাধারণ এবং এলাইড) অন্ত:বিভাগের জরুরি সেবা চালু আছে।
৪. হাসপাতাল ভ্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিশুদের সাধারণ সমস্যা আর প্রয়োজনীয় পরামর্শের জন্য ২টি হটলাইন নাম্বার চালু আছে। দুইজন পোস্ট গ্রেজুয়েট ডিগ্রিধারি ডাক্তার টেলিমেডিসিন সেবা দিচ্ছেন, প্রতিদিন সকাল ৮.৩০ টা হতে ২.৩০ টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত)।
হটলাইনঃ ০১৯৮৪৫১৯৫২৫, ০১৯৫১৮২০৮৪৩
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়