প্ল্যাটফর্ম প্রতিবেদন, মঙ্গলবার,
২১শে এপ্রিল,২০২০ খ্রিস্টাব্দ।
চট্টগ্রামের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) তে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে কোভিড-১৯ শনাক্তকরণের পিসিআর(PCR) সুবিধা সম্বলিত ল্যাব।
সারাবিশ্বের মত বাংলাদেশেও কোভিড-১৯ সংক্রমণ দ্রুততার সহিত বাড়ছে। এমতাবস্থায়, পিসিআর(PCR) টেস্টের মাধ্যমে রোগী শনাক্তকরণ পরিধি বাড়ানোর নির্দেশনা দিয়েছে সরকার। চট্টগ্রামে এই পরিধি বৃদ্ধির লক্ষ্যে সিভাসুকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন, টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরিতে ইনভেস্টিগেশনের সভাপতি ডা. নাসিমা সুলতানা।
সিভাসুর উপাচার্যের নিকট তাঁর প্রেরিত এক চিঠিতে আজ ২১ তারিখ তিনি একথা জানান। উক্ত চিঠিতে তিনি কোভিড -১৯ শনাক্তকরণের প্রয়োজনীয় লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সরবরাহের আশ্বাস দেন। প্রতিষ্ঠানটির সাথে সমন্বয় করবেন পরিচালক স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম। উক্ত বার্তায় তিনি মহাপরিচালক মহোদয়ের সম্মতিজ্ঞাপনের কথাও উল্লেখ করেন।
সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই চট্টগ্রামবাসীর জন্য করোনার পিসিআর টেস্ট সহজলভ্য হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানে।
নিজস্ব প্রতিবেদক/ নুরুল আমিন