প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!
গত ২৪ ঘণ্টায় পাবনায় নতুন করে আরো ৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে পাবনা মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি (এমটি ল্যাব) ও রয়েছেন। অপর ৩ জন রোগীর মধ্যে একজন পাবনা সদরের এবং অপর ২ জনের বাড়ি ভাঙ্গুরা উপজেলায়।
এ নিয়ে গতকাল বুধবার (২৮ এপ্রিল) পর্যন্ত পাবনায় মোট করোনা শনাক্ত হলো ৮ জনের। পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন। ডেপুটি সিভিল সার্জন মহোদয় বলেন,
“নারায়ণগঞ্জ থেকে আসা একজন রোগীর সংস্পর্শে এসে পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ৩ জন আক্রান্ত হয়েছেন।”
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাঁদের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (২৮ এপ্রিল) তাঁদের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। জানা যায়, চিকিৎসক-নার্সসহ নতুন আক্রান্ত ৬ জনকেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়