রবিবার, ৫ই এপ্রিল, ২০২০
দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হয়েছে সর্বমোট ৮৮ জন। তবে আশংকার কথা এই যে, আক্রান্ত রোগীদের মধ্যে ৫৪ জনই অর্থাৎ প্রায় ৬১ শতাংশই ঢাকার বাসিন্দা।
ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শনাক্ত রোগীদের মধ্যে বাসাবো এলাকায় ৯ জন, মিরপুর অধ্যুষিত টোলারবাগ এলাকায় ৬ জন, সোয়ারীঘাট সংলগ্ন এলাকায় ৩ জন, বসুন্ধরা এলাকায় ২ জন, ধানমণ্ডি এলাকায় ২ জন, যাত্রাবাড়ী এলাকায় ২ জন, মিরপুর-১০ এলাকায় ২ জন, মোহাম্মদপুর এলাকায় ২ জন, পুরান পল্টন এলাকায় ২ জন, শাহ আলী বাগ এলাকায় ২ জন, আশকোনা তে ১ জন, বুয়েট সংলগ্ন এলাকায় ১ জন, সেন্ট্রাল রোডে ১ জন, ইস্কাটন এলাকায় ১ জন, গুলশান এলাকায় ১ জন, গ্রীন রোড এলাকায় ১ জন, হাজারীবাগ এলাকায় ১ জন, জিগাতলা এলাকায় ১ জন, কাজীপাড়া এলাকায় ১ জন, লালবাগ এলাকায় ১ জন, মিরপুর-১১ তে ১ জন, মগবাজার এলাকায় ১ জন, মহাখালী এলাকায় ১ জন, নিকুঞ্জ এলাকায় ১ জন, রামপুরা এলাকায় ১ জন, শাহবাগ এলাকায় ১ জন, উর্দু রোড এলাকায় ১ জন, ওয়ারী এলাকায় ১ জন এবং উত্তরা তে ২ জন পাওয়া গিয়েছে।
তথ্যসূত্র: IEDCR
নিজস্ব প্রতিবেদক/ ডা. সজীব কুমার ঘোষ