প্ল্যাটফর্ম নিউজ
শনিবার, ১৮ এপ্রিল, ২০২০।
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন চিকিৎসকের করোনা ভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি আছেন এবং বাকি ৪ জন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া বলেন, “চিকিৎসকদের আক্রান্ত হওয়ার উৎস এখনো জানা যায় নি। যে দুজন চিকিৎসক হাসপাতালে ভর্তি আছেন, তাঁরা স্বামী-স্ত্রী।”
এছাড়াও বিভিন্ন উৎস হতে জানা যায়, এ্যনেস্থেসিয়া ও আইসিইউ বিভাগের প্রায় ১৫ জন ডাক্তার কোয়ারান্টিনে রয়েছেন।
উল্লেখ্য যে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে; যার কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে। তবে ইতিমধ্যেই হাসপাতালে চারজন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক
অভিষেক কর্মকার জয়