প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ৪ মে, ২০২০
দেশে চলমান করোনা মহামারীর এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নিজেদের জীবনবাজি রেখে কাজ করে যাওয়া দেশের প্রথম শ্রেণীর যোদ্ধা, চিকিৎসকদের সহযোগিতা করার প্রয়াসে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় ‘মেডিসিন ক্লাব’ এর পক্ষ থেকে দেশের প্রায় ২৮টি জেলায় ডাক্তারদের জন্য ৭০০ পিস মানসম্মত পিপিই সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়।
মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।
লকডাউন পরিস্থিতিতেও দেশের বিভিন্ন প্রান্তের করোনাযোদ্ধা ডাক্তারদের কাছে সময়মত পিপিইগুলো পৌঁছানোর ব্যবস্থা করার জন্য মেডিসিন ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানান কোরিয়া প্রবাসী বাংলাদেশীরা।
মেডিসিন ক্লাবের উদ্যোগে এই পিপিইগুলো যেসব জায়গায় সরবরাহ করা হয়েছে:
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
- শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ
- শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর
- এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর
- কক্সবাজার সদর হাসপাতাল
- জননেতা নুরুল হক হাসপাতাল, নোয়াখালী
- সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা
- ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা
- গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
- ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
- ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
- ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, নারায়ণগঞ্জ
- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
- পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
- কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ
- আজগর আলী হাসপাতাল
- মুন্সিগঞ্জ সদর হাসপাতাল
- রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী
- রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারীপুর
- ঠাকুরগাঁও সদর হাসপাতাল
- বাগেরহাট সদর হাসপাতাল
- আঞ্জুমান মুফিদুল ইসলাম
আসগর আলী হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের মাননীয় উপদেষ্টা ডা. উম্মে হুমায়রা কানেতা এ প্রসঙ্গে বলেন,
“ধন্যবাদ শব্দটা মাঝে মাঝে খুবই ক্ষুদ্র হয়ে যায়। মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ; কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় যে পিপিই’র ব্যবস্থা করেছে, তারই অংশ হিসেবে আমার কর্মস্থল আজগর আলী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তায় পিপিই পাঠানো হয়। আমরা যাঁরা প্রতিনিয়ত সাস্পেক্টেড পেশেন্ট দেখছি, না জেনে হয়তো এক্সপোজডও হচ্ছি- তাঁদের জন্য আপনাদের এই উপহার অনেক বড় এক উৎসাহ, অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের ধন্যবাদ এই চিকিৎসকবৃন্দের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় উপদেষ্টা ডা. আরিফুর রহমান সজল ভাইকে মেডিসিন ক্লাবকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। ইন শা আল্লাহ মেডিসিন ক্লাব- মানবতার সেবায় এভাবেই কাজ করে যাবে।”
প্রসঙ্গত, বৈশ্বিক করোনা মহামারির এই দুঃসময়েও প্রবাসী বাংলাদেশীরা যার যার অবস্থান থেকে, সম্মিলিতভাবে প্রথম থেকেই দেশের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশীগণ ‘কোরিয়া প্রবাসী বাংলাদেশী’ ব্যানারে সম্মিলিত ভাবে তহবিল সংগ্রহ শুরু করেন এবং দুই ধাপে বাংলাদেশে সাহায্য পাঠানোর পরিকল্পনা করেন।
গত এপ্রিল মাসের ১৫ তারিখ বিকালে প্রথম ধাপের সাহায্য হিসেবে বাংলাদেশের প্রথম সারির স্বাস্থ্যসেবকদের জন্য ৭০০ পিস পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) ‘কোরিয়া প্রবাসী বাংলাদেশী’ দের পক্ষ থেকে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত কোরিয়া প্রবাসীদের মধ্যে কয়েকজন স্বল্প পরিসরে একটা অনুষ্ঠানের মাধ্যমে ‘মেডিসিন ক্লাব’ এর কাছে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে ‘কোরিয়া প্রবাসী বাংলাদেশী’ দের পক্ষে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ড. মোহাম্মদ মনিরুজ্জামান ও রিদওয়ান মশরুর এবং ‘মেডিসিন ক্লাব’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের মাননীয় উপদেষ্টা ডা. আরিফুর রহমান সজল, ডা. খন্দকার হোসেন রাহাত ও ডা. অনিমেশ বিশ্বাস এবং মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের বর্তমান কমিটির সদস্যবৃন্দ।
‘আর্তের সেবায় আমরা একটি পরিবার’ এই স্লোগানকে ধারণ করে দেশের এই চরম সংকটময় পরিস্থিতিতে ডাক্তারদের সুরক্ষার দায়িত্বে এগিয়ে এসেছে মেডিসিন ক্লাব। দেশের এই ক্রান্তিলগ্নে ডাক্তারদের সুরক্ষার্থে নেয়া মেডিসিন ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এবং একইসাথে ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্যে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের প্রতিও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পিপিইপ্রাপ্ত চিকিৎসকযোদ্ধারা।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়