‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের চলমান আন্দোলন বন্ধের উপায় খুঁজছে সরকার। এমবিবিএস নতুন কোর্সের কারিকুলামে এ পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যার গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ বুধবার দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি বৈঠক ডেকেছেন।
বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা শাখা, সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই) এর শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির ডিন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন এমন একাধিক চিকিৎসক বলেন, তারা সকলেই উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু সমাধান চান। দেশের চিকিৎসা শিক্ষার সার্বিক উন্নয়নে যা মঙ্গলজনক হবে সে ব্যাপারই তারা সম্মিলিতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত কিছুদিন যাবত এমবিবিএস নতুন কোর্স কারিকুলামে পুরনো সিলেবাসের মতো ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাজপথে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করছে।
সিঙ্গাপুর থেকে দেশে ফিরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিষয়টি জানতে পেরে দ্রুত সমস্যা সমাধানের গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরিমার্জনা: বনফুল
Upay khujar ki drkr…Directly Chalu kore dilei hoy….R Carry On system ta off korar ki drkr cilo???
Matha motar dol sb.
Please change the associated pic