প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের উপর ভয়ংকর আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭০ জন বাংলাদেশি প্রবাসীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৫৯৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, আক্রান্তের এ সংখ্যা পুরো বাংলাদেশের চেয়েও বেশি।
শনিবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৯২৪ জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিই সর্বাধিক।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬০০০ জন। এদের মধ্যে অধিকাংশই প্রবাসী শ্রমিক। বিভিন্ন ডরমিটরিতে একসাথে অবস্থান করায় শ্রমিকদের মধ্য করোনার সংক্রমণ দ্রুত ঘটছে। ফলে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
জানা গেছে, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭০ গুণ বেড়েছে।
আক্রান্তদের মধ্যে নতুন একজনসহ মোট ১১ জন মারা গেছেন। সুস্থ হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরে গেছেন ৭০৮ জন।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়