প্ল্যাটফর্ম নিউজঃ ২১ এপ্রিল, ২০২০
গাজীপুরে সোমবার পর্যন্ত ৩২ পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানায় কর্মরত। বাকি ৭ জন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানায় কর্মরত।
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, গাছা থানায় সোমবার নতুন করে ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে এ থানার আরও ৫ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শকের (এসআই) প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের (এসি) ও পুলিশের আরও দুই সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়।
১৮ এপ্রিল মেডিকেল টিম গাছা থানার ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।
তাদের নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে থানাটির ২৫ কর্মকর্তা-স্টাফের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। থানার আরও ৪২ জনের মতো পুলিশ ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন এখন পর্যন্ত আসেনি।
গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আক্রান্তরা সবাই আইসোলশনে আছেন। পাশাপাশি থানার নিয়মিত কার্যক্রম চলছে।
ওদিকে, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, কালীগঞ্জ থানার সাতজন পুলিশ সদস্যর করোনা শনাক্ত হয়েছে। থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে, সেসময় ঝুঁকি নিয়ে ডিউটি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা। দেশের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশ বাহিনী এ দূর্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও লকডাউন কার্যকরে অবদান রাখছেন। চিকিৎসকদের পর পুলিশ সদস্যরাই একক সর্বোচ্চ পেশার কর্মী, যারা করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, লকডাউন সফল করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। লোকজনকে ঘরে অবস্থান করতে উদ্বুদ্ধ করা, আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়াকড়ি করা, প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরণে অংশ নেয়ার পাশাপাশি, চিকিৎসকদের যাতায়াতে সহযোগিতা করার খবর প্ল্যাটফর্ম নিউজে ইতিমধ্যে প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা করোনায় বাড়িওয়ালার কাছে বিরূপ প্রতিক্রিয়া পেলে, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে যা প্ল্যাটফর্ম নিউজ প্রচার করেছে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বস্তি এসেছে।
চিকিৎসকদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংক্রমণের খবর গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। এই খবরে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার।