লেখক- ডাঃ মোঃ মারুফুর রহমান অপু
প্রোটন পাম্প ইনহিবিটর (অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, প্ল্যানটোপ্রাজল, র্যবিপ্রাজল ইত্যাদি) বাংলাদেশেতো বটেই সারা বিশ্বে বহুল গ্যাস্ট্রিক আলসার এর সমস্যায় বহুল ব্যবহৃত একটি ওষুধ। সরকারি হাসপাতালে আউটডোরে আসা বেশিরভাগ রোগীর চাহিদা থাকে এই অষুধ নেবার। আর কিনে নেবার ক্ষেত্রেও সমস্যা নেই, বছরের পর বছর প্রেসক্রিশন ছাড়াই এই প্রোটন পাম্প ইনহিবিটর খেয়ে যাচ্ছেন অনেকেই। সাম্প্রতিক একটি গবেষণায় পাওয়া গেছে এই প্রোটন পাম্প ইনহিবিটর স্মৃতিভ্রস্টতা (Dementia) এর হার ৪৪% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।
জার্মানীর এই গবেষণায় ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় ৭৪ হাজার জনের স্বাস্থ্য বীমা তথ্য যাচাই করে দেখা গেছে এদের ২৯৫১০ জন স্মৃতিভ্রষ্টতায় আক্রান্ত এবং ২৯৫০ জন যারা নিয়মিত প্রোটন পাম্প ইনহিবিটর গ্রহন করতেন তাদের মধ্যে স্মৃতিভ্রষ্টতার হার যারা গ্রহন করতেন না তাদের তুলনায় ৪৪% বেশি।
জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন নিউরোলজিতে(JAMA Neurology) প্রকাশিত এই গবেষনাপত্রে বলা হয়েছে এটি পরিসংখ্যানগত ফলাফল তবে এর পেছনের বায়োলজিক্যাল কারন এখনো গবেষনার বিষয়। এছাড়াও ২০১৫ সালে Stanford University এর পরিচালিত একটি গবেষণায় প্রোটন পাম্প ইনহিবিটর এর সাথে হার্ট এটাকের ঝুকির সম্পর্ক পাওয়া যায়।
প্রোটনপাম্প ইনহিবিটির জাতীয় ওষুধগুলো বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে অন্যতম। ডিসপেপসিয়া (বদহজম, ঢেকুর ওঠা, ক্ষুধামন্দা) এবং পেপটিক আলসার এর চিকিতসার প্রেস্ক্রাইব হওয়া ছাড়াও হৃদরোগাক্রান্ত রোগী যারা নিয়মিত এন্টিপ্লেটিলেট ড্রাগ খান তাদের পাকস্থলীর আলসার থেকে রক্তক্ষরন প্রতিরোধ এর জন্যেও দীর্ঘদিন প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করা হয়। তাছাড়া প্রেসক্রিপশনে এই ওষুধের অপ্রয়োজনীয় ব্যবহার ও লক্ষ্য করা যায়। প্রেসক্রিশন ছাড়াও বাংলাদেশে এ ধরনের ওষুধ সহজলভ্য হওয়ায় ওষুধের দোকানে সবচেয়ে বেশি বিক্রিত ওষুধ গুলোর অন্যতম হল প্রোটন পাম্প ইনহিবিটর। যদিও বায়োলজিক্যাল মেকানিজম এখনো জানা যায় নি পরিসংখ্যানগত গবেষনার ভিত্তিতেই এখন হার্ট বার্ন (বুক জ্বালা পোড়া) এর চিকিতসায় পুরোনো এন্টাসিড বা রেনিটিডিন জাতীয় ওষুধ খাওয়াই অধিক নিরাপদ মনে করা হচ্ছে।
তথ্যসূত্রঃ টেলিগ্রাফ
Nakib Sajib
hmmm
amnesiaaaaaaaaaaaaaaaaaaaa ?
may i know.. who is the writer of this post?? #admin
Marufur Rahman Opu vai …:-)