প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ৩ মে, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলার পাশাপাশি উপজেলাগুলোতেও মিলছে করোনা রোগীর সন্ধান।
এবার চট্টগ্রামের ১০ম উপজেলা হিসেবে করোনায় আক্রান্তের তালিকায় যুক্ত হলো লোহাগাড়ার নাম।
উপজেলাটিতে প্রথমবারের মত এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হানিফ তথ্যটি নিশ্চিত করেছেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন,
“সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই স্বাস্থ্যকর্মীর আগে থেকে শ্বাস কষ্ট (হাঁপানি) ছিল। তা ছাড়া তিনি মাঠ পর্যায়ে কাজ করেন। সাতকানিয়ায় বেশ কয়েকজন করোনা রোগী পাওয়া যাওয়ায় গত ২৩ এপ্রিল ওই স্বাস্থ্যকর্মীসহ তাঁর পরিবারের ৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (BITID) হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার (১ মে) রাতে ওই নমুনাগুলোর ফলাফল পাওয়া যায়। এতে নমুনা রিপোর্টে ঐ স্বাস্থ্যকর্মীর করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত হয়।”
মোহাম্মদ হানিফ আরো বলেন,
“করোনা পজিটিভ আসা ঐ স্বাস্থ্যকর্মী আপাতত সুস্থ আছেন। তাঁর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়েই কোনো করোনা ভাইরাস বহনকারী ব্যক্তির সংস্পর্শে আসার কারণে তিনিও সংক্রমিত হয়েছেন।”
জানা যায়, করোনায় আক্রান্ত ঐ স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য কমপ্লেক্সের যে ভবনটিতে বসবাস করেন তা গতকাল রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়