শনিবার, ০১ মার্চ,২০২৫
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস’ এসোসিয়েশনের সভাপনি ডা. মোঃ তানভীর হাবিব ও সাধারণ সম্পাদক ডা. মোঃ মোনায়েম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “বিগত কিছুদিন যাবৎ সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ/ মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে মতবিনিময় সভা ও অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এডভোকেট শিশির মনির মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা ডাক্তার বলে সম্বোধন করেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তারা এতে সদয় সম্মতি প্রদান করে এবং তাদের নিয়ে ভবিষ্যতে কাজ করার আশা ব্যাক্ত করে।
এমতাবস্থায়, যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নামের আগে ডাক্তার লিখা নিয়ে সমস্ত ডাক্তার সমাজ আন্দোলনরত রয়েছে, সেখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর এমন অনুষ্ঠান আয়োজন ডাক্তারদের জন্য মানহানিকর। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তাই, আগামীকাল ০১/০৩/২০২৫ ইং থেকে অনির্দিষ্টকালের জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করা হল, তাদের প্রতিনিধিগনকে ভিজিট করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হলো।”
প্ল্যাটফর্ম/এমইউএএস