“চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসসিয়েশনের ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”
চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন এর ৩য় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল। সন্ধ্যায় জেলার চাঁপাই ফুড ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ওয়াহিদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ দুররুল হোদা। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ ও স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডাঃ মোঃ সাইফ জামান আনন্দ । আরো উপস্থিত ছিলেন ডাঃ ইমরান জাভেদ ও ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম সুজন। সম্মেলনে বক্তারা উপস্থিত ছাত্রছাত্রীদের সংগঠনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সম্মেলনে ডাঃ গোলাম রাব্বানীকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটি আগ্রহী পদপ্রার্থীদের মধ্য থেকে আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত কমিটি ঘোষণা করবে ।
উল্লেখ্য ঐক্য, মানবতা ও সেবা এই মূলমন্ত্রকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের নিয়ে ২৪ এপ্রিল ২০১৭ প্রতিষ্ঠা লাভ করে এই সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।