বুধবার, ১৯ মার্চ, ২০২৫
চিকিৎসক চাওয়ায় মিলেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (স্যাকমো)! বরিশালের বাকেরগঞ্জে ঘটেছে এমন ঘটনা। জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জের ২নং চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজারের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে কোন চিকিৎসক নেই মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এলাকাবাসীর পক্ষে আবেদন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেখানে চিকিৎসকের পরিবর্তে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (স্যাকমো) নিয়োগ দিয়েছেন! এতে তাদেরকে প্রতারিত করা হয়েছে বলে ভাবছেন এলাকাবাসী!
এ বিষয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্ল্যাটফর্মকে জানান, “প্রয়োজনে তারা সেটা (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) বন্ধ করে দিক। কিন্তু প্রতারণা করার ত দরকার ছিল না!”
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের অফিস আদেশে বলা হয়েছে, “বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের মকিমাবাদ বাজার সংলগ্ন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে কোন চিকিৎসক নেই মর্মে উপজেলা নির্বাহী অফিসার, বাকেরগঞ্জ, বরিশাল মহোদয়ের নিকট এলাকাবাসীর পক্ষে এনামুল হক সবুজ, যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল মহানগর আবেদন করেন। উক্ত আবেদন বিবেচনা করিয়া উপপরিচালক, পরিবার পরিকল্পনা, বরিশাল মহোদয়ের স্মারক নং ৫৯.১১.০৬০০.০০৩/১৯.০০১.২৪-১৭৩, তারিখ: ১২-০২-২০২৫ খ্রি. এর আলোকে ও অনুমতিক্রমে জনস্বার্থে আশু ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিম্নলিখিত ২ (দুই) জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে নিম্নলিখিত ছক মোতাবেক নিজ দায়িত্বসহ অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।”
শেষে ছক আকারে নিয়োগকৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পূর্ববর্তী কর্মস্থল ও বর্তমানে পদায়িত কর্মস্থলের কথা উল্লেখ করা হয়েছে।
প্ল্যাটফর্ম/এমইউএএস