৩১ মার্চ ২০২০: করোনা ভাইরাস প্রতিরোধে আজ মঙ্গলবার গণভবনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে চলমান ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) স্বাস্থ্যসেবায় সরাসরি নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যতীত সাধারণ জনগণকে ব্যবহার করতে নিষেধ করেছেন।
তিনি আরো বলেন, সাধারণ মানুষজন শুধুমাত্র মাস্ক ব্যবহার ও যথাযথ নিয়মে বারবার সাবান দিয়ে হাত ধুবেন। স্বাস্থ্য কর্মী ব্যতীত অন্য কাউকে পিপিই ব্যবহার করতে দেখা গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, করোনা ভাইরাস আতংকে সারাদেশে অস্থিতিশীল অবস্থা বিরাজমান। এ পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ৪৯ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।
নিজস্ব প্রতিবেদক/নাজমুন নাহার মীম