প্ল্যাটফর্ম নিউজ, ১৭জুন, ২০২০, বুধবার
চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত এবং খুলনা, সিলেটসহ সারাদেশে ডাক্তারদের উপর হামলার দৃশ্যমান কোন ব্যবস্থা না নেয়া পর্যন্ত সাধারণ রোগীকেন্দ্রিক প্ল্যাটফর্মের সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকল ধরনের সেবা কার্যক্রম ফ্রি টেলি-মেডিসিন, সাসপেক্টেড করোনা রোগীদের বাছাই, এটুআই এর সাথে কল ভ্যারিফিকেশন সহ সকল সেবা বন্ধ থাকবে। শুধুমাত্র চিকিৎসকদের জন্য বাড়ি বাড়ি নমুনা সংগ্রহ এবং চিকিৎসকদের জন্য প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল চালু থাকবে এবং বাকী সব বন্ধ ঘোষণা করা হয়েছে।
চিকিৎসক সমাজের মর্যাদা রক্ষার্থে এবং চিকিৎসকদের সম্মান, যোগ্যতা ও নিরাপত্তার জন্য এ সংগ্রাম অব্যাহত থাকবে।
প্ল্যাটফর্ম এর পাশাপাশি চিকিৎসক অধিকার আদায়ে এগিয়ে আসার জন্য কর্মরত সকল সংগঠন যেমন মেডিসিন ক্লাব, সন্ধানী, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) , ফাউন্ডেশন ফর ডক্টরস এন্ড সেফটি এন্ড রাইটস (এফডিএসআর )সহ সবাইকে আহ্বান জানানো হয়েছে। প্ল্যাটফর্মের স্লোগান –
“আসুন প্রতিবাদে সোচ্চার হই
নিজেরা সিদ্ধান্ত নেই
এক হয়ে প্রতিবাদ করি,
ডাক্তারদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করি!”