বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ আহমেদকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান খন্দকার ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের একটি রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় পারভেজকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।
এ ঘটনায় হাবিবুর রহমান খন্দকার ও জসিম উদ্দিন সরকারসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন ভুক্তভোগী চিকিৎসক। নবীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন সরকারকে গ্রেপ্তার করে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ডাক্তার পারভেজ আহমেদ দুপুর দেড়টা পর্যন্ত ডিউটি শেষ করে রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হাসপাতালের মালিক হাবিবুর রহমান খন্দকার উনাকে ডাকাডাকি করলে তিনি সেখানে যেতে অনীহা জানান। এ সময় জসিম উদ্দিনসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন রুমে ঢুকে পারভেজকে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে হাত-পা বেধেঁ রাখে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতন পরবর্তী সময়ের বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “আমাকে একজন ফোন করে জানান মুক্তি প্রাইভেট হাসপাতালে মারামারি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তারকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিচালক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করলেও হাসপাতালের মালিক হাবিবুর রহমান পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
হাসপাতালের ম্যানেজার ঝরণা ঘোষের সাথে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমেদ শিবলী