প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার
প্রায় এক বছর ধরে চলমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুর মুখে ঢলে পড়েছে দশ লক্ষাধিক প্রাণ। বাংলাদেশেও থেমে নেই এই মৃত্যুর মিছিল, প্রতিদিনই মৃত্যুর খবর ভেসে ওঠে টিভি চ্যানেলের সাবটাইটেলে৷ সবার প্রায় অলক্ষ্যেই জাতির অনেক সূর্যসন্তান হারিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন অনেক মেধাবী চিকিৎসক। এ পর্যন্ত করোনা ভাইরাসের করালগ্রাসে শাহাদাত বরণ করেছেন শতশত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সম্মুখযোদ্ধা। একাত্তরের আমাদের বুদ্ধিজীবীদের হারিয়ে আমরা যেমন পথ হারিয়েছিলাম, স্বাধীনতার অর্ধশতাব্দী পরে আজ করোনার ছোবলে একইভাবে হারাতে হচ্ছে বয়োজ্যেষ্ঠ চিকিৎসকদের৷
যাদের দিকনির্দেশনায় বেড়ে উঠতো পরবর্তী প্রজন্ম, তাদের এভাবে হারিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে৷ এ ক্ষতি কীভাবে পূরণ হবে, কবে পূরণ হবে কেউ তা জানে না। স্বাস্থ্যসেবায় নিয়োজিত নিবেদিতপ্রাণ কর্মীরা জাতির জন্য কত বড় ত্যাগ স্বীকার করছে, তা সাধারণ মানুষের অগোচরেই রয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাই এখনও চিকিৎসকদের সম্মান দিতে জানে না। তবুও কিছু স্বপ্নবাজ মানুষ থাকে। সবাই ভুলে গেলেও এসব মানুষ চেনে তাদের স্বজাতিকে। ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিদারুণ সংগ্রামের কথা সবার সামনে তুলে ধরার জন্য CallosumBD আয়োজন করেছিল Tribute to the fallen stars: the masked heroes. এই আয়োজনে চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছিল সবার অগোচরে রয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সাহসীকতা তুলে ধরার জন্য লেখা, আঁকা ও ছবি। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলের বহু চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তুলে ধরেছেন চিকিৎসকদের না বলা সাহসীকতার গল্পগুলোকে। গত ২০ অক্টোবর ২০২০ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন মেডিকেলের প্রায় ১০০ জন প্রতিযোগী চিকিৎসকদের সাহসীকতার গল্পগুলোকে তুলে ধরেন তাদের লেখা ও আঁকার মাধ্যমে। চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আঁকা ও লেখাগুলো দেখতে চাইলে ঘুরে আসতে পারেন CallosumBD page থেকে। page link: https://www.facebook.com/callosumbd/
উল্লেখ্য, CallosumBD youtube চ্যানেলটি বিগত ৪ বছর ধরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য মেডিকেলের বিশাল পড়ার চাপকে সহজ করতে বাংলায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আসছে। মেডিকেল কলেজের শিক্ষার্থী দ্বারা পরিচালিত এই youtube channel এ এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারীসহ প্রায় সকল বিষয়ের সহজ বাংলা টিউটোরিয়াল আছে। এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থীদের জন্য বিএমডিসি কারিকুলাম অনুসরণ করা প্রথম বাংলাদেশি youtube channel হলো CallosumBD. ২০১৮ সালে পৃথিবীর সেরা ২০ টি এনাটমি youtube চ্যানেলের তালিকায় স্থান করে নেয় এই youtube channel টি। CallosumBD youtube Channel link : https://youtube.com/c/CallosumBD