২১ মার্চ ২০২০: কোভিড-১৯ ভাইরাসটি সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে সারাবিশ্বে এই ভাইরাসের প্রাদুর্ভাবে মারা গেছেন ১১,২৯৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২,৭২,০৪২ জন। বাংলাদেশে সর্বপ্রথম ৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ জন এবং মারা গেছেন ১ জন।
করোনা বিশ্বমহলে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই চিকিৎসকমহল থেকে পর্যাপ্ত সংখ্যক PPE (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) সরবরাহের দাবি জানানো হয়ে আসছিলো। সম্প্রতি সম্মানিত চিকিৎসকবৃন্দের জন্য PPE সংগ্রহ করে তা সামগ্রিক সমন্বয় করার প্রয়োজনীয়তা অনুভব করে PPE ব্যাংক খোলা হল।
PPE ব্যাংকের উদ্দেশ্য
১. সম্মানিত চিকিৎসকবৃন্দ, দেশবাসী, দেশের বাহিরে অবস্থানরত ব্যক্তিবর্গের সাহায্য নিয়ে PPE ব্যাংক গড়ে তোলা।
২.বিভিন্ন হেলথ কেয়ারে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত PPE সামগ্রী সরবরাহ করা।
৩. বিভিন্ন হাসপাতালগুলোতে PPE এর পর্যাপ্ত সরবরাহের সম্ভাব্যতা যাচাই করে স্বাস্থ্য অধিদপ্তরকে তথ্য সরবরাহ করা।
৪. বেসরকারি পর্যাযে কর্মরত চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই সরবরাহ নিশ্চিত করা।
প্রসেস
১. PPE সামগ্রী ক্রয়ের জন্য প্রয়োজনীয় ফান্ড জোগাড় করা।
২. PPE সরবরাহে ইচ্ছুক সকল সংগঠন থেকে প্রাপ্ত সামগ্রীর একটি তালিকা তৈরি করা।
৩. প্রাপ্ত তালিকা থেকে একটি গুগল ফর্ম তৈরি করা।
৪. চাহিদা অনুযায়ী সত্যতা যাচাই করে হেলথ সেন্টার গুলোতে PPE সরবরাহ করা।
৫. করোনা ঝুঁকিগ্রস্ত এলাকায় চিকিৎসকদের PPE সরবরাহ নিশ্চিত করা।
যেকোন প্রয়োজনে যোগাযোগ –
01515667970- ডা. সুমিত সাহা
017580000547 – ডা. জয় কুন্ডু
সাহায্য পাঠাবার জন্য-
01515667970 – বিকাশ ও রকেট
017580000547 – রকেট
সকলের সার্বিক সহায়তা কাম্য।
স্বত্ব- প্ল্যাটফর্ম
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (১৯-২০)
প্ল্যাটফর্ম