প্ল্যাটফর্ম নিউজ
২৬ এপ্রিল, ২০২০, রবিবার
কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ডিউটি রুমের জন্য এসি ও কেএন ৯৫ মাস্ক এর ব্যবস্থা করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখা।
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ হাসপাতালগুলোয় চিকিৎসকদের পিপিই পরে আক্রান্ত ও কোভিড-১৯ সন্দেহভাজন রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে, যা গরমের সময় খুবই কষ্টসাধ্য!
চিকিৎসকদের এ অসুবিধা কমাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও ফ্লু কর্নারের জন্য ২ টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ১ টি এবং বিআইটিআইডিতে ১ টি করে মোট ৪ টি দুই টনের এসি দেওয়া হয়।
গত ২৫ এপ্রিল, এস আলম গ্রুপের সহযোগিতায় এসিগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ ও বিআইটিআইডি এর পরিচালকের প্রতিনিধির কাছে ইনস্টলেশন চার্জসহ বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী’র উপস্থিতিতে হস্তান্তর করা হয়।
এ ছাড়াও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং বিআইটিআইডি এর চিকিৎসকদের সুরক্ষার জন্য এন আর বি সি ব্যাংকের সহায়তায় ১০ টি কেএন ৯৫ মাস্ক প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ