প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২৮ শে এপ্রিল , ২০২০ খ্রিস্টাব্দ
করোনা মহামারীতে সংক্রমণের উচ্চ ঝুঁকি নিয়ে বিভিন্ন হাসপাতালে দিন রাত কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও অনেকেই আছেন কোয়ারেন্টাইনে। রমজান মাসের আগমনে সারাদিন রোজা রেখে সেবা দিয়ে যাওয়া এই মহৎ চিকিৎসকদের ও কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসকদের বিনামূল্যে ইফতার ও সেহরি পৌঁছে দিচ্ছে চিকিৎসকদের ই সংগঠন “Group Of Doctors”। পহেলা রমজান থেকেই তাঁদের বিনামূল্যে ইফতার ও সেহরি পৌঁছে দেয়ার এই কার্যক্রম শুরু হয়। Group Of Doctors এর সমন্বয়ক ডা. সোহান তাঁদের এই কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২৭শে এপ্রিল লিখেন- ” Group Of Doctors এর পক্ষ থেকে আজ মিটফোর্ড হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা ৪৩ জন ইন্টার্ন ডাক্তারের কাছে বিনামূল্যে ইফতার সামগ্রী পৌঁছে গেছে। সেহরীও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ্।আগামীকাল থেকে ৬০ জন ইন্টার্ন চিকিৎসকের ইফতার ও সেহরি বিনামূল্যে আমরা পৌঁছে দিব। প্রাথমিকভাবে ১০ রোজা পর্যন্ত মিটফোর্ডের জন্য আমরা এই কার্যক্রম চালু রাখছি। প্রয়োজনে পুরো ৩০ রোজাতেই তাদের ইফতার ও সেহরিতে আমাদের পাশে পাবে। মিটফোর্ড ছাড়াও আজ ঢাকার ৫৯ জন ডিউটি ডাক্তারের কাছে ইফতার পৌঁছে দিতে পেরেছি আমরা।”
Group Of Doctors এর ফেসবুক পেইজ হতে জানা যায়-
চিকিৎসকদের পাশে চিকিৎসকদের ই সংগঠন Group of Doctors এর এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতিতে দেশে লকডাউন ঘোষণার পর থেকেই বিভিন্ন হাসপাতালে ডিউটিরত চিকিৎসকদের খাবার পৌঁছে দিচ্ছে সংগঠনটি।
Group Of Doctors এর ফেসবুক পেইজের লিঙ্ক: https://www.facebook.com/GODofficials/
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী