১২ এপ্রিল, ২০২০
গত ৯ এপ্রিল, ২০২০ইং তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ কেন্দ্রে চিকিৎসা প্রদান করছেন না এমন ছয়জন চিকিৎসকের তালিকা করা হয় এবং পরবর্তী আদেশানুযায়ী তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর পক্ষ থেকে স্বাস্থ্য সচিব বরাবর ১২ এপ্রিল, ২০২০ ইং তারিখ এক চিঠি প্রেরণ করা হয়। উক্ত চিঠিতে বিএমএ মহাসচিব বলেন যে, চিকিৎসকদের বরখাস্তের পূর্বে তাদের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়া হয়নি।
তিনি আরো বলেন যে, বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ যেকোন কাজে যে কেউ নিজেকে নিবৃত করতে পারবেন। তবুও এসকল চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তারা কেউই কোভিড-১৯ রোগী দেখতে অপারগতা প্রকাশ করেন নি। জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের চিকিৎসকগণ অত্যন্ত সাহসের সাথে করোনা মোকাবেলা করছেন সেখানে এধরনের আদেশ হঠকারী এবং অনভিপ্রেত। তিনি এ হয়রানিমূলক আদেশের প্রেক্ষিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান।
নাহিদা হিরা /নিজস্ব প্রতিবেদক