১১ এপ্রিল ২০২০
চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জেলার সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন। এছাড়া ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্যও ঘোষণা দেওয়া হয়েছে।
১০ এপ্রিল শুক্রবার থেকে এই আদেশ কার্যকর করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তউপজেলার মধ্যে সকল ধরনের যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিষিদ্ধ করা হলো। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীর গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনা থেকে চুয়াডাঙ্গা জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ আদেশ ভঙ্গ করলে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ লকডাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ৷
নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফুর রহমান তুষার