প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২০, সোমবার
ফরিদপুর মেডিকেল কলেজের চূড়ান্ত পেশাগত অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। মে, ২০২০ থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জন্য গত ২৮ অক্টোবর থেকে শুরু হয়।
আজ ১৬ নভেম্বর, সোমবার, ফরিদপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর সুরক্ষা স্বরুপ প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা গাউন, ফেস শিল্ড, KN-95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেক্সিসল প্রদান করা হয়। সেই সাথে মৌখিক পরীক্ষার কেস সম্পর্কিত সব রোগীদের করোনা পরীক্ষা করিয়ে নেয়া হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, হোস্টেল সুপার ডা. নৃপেন্দ্র নাথ বিশ্বাস এবং সহকারী হোস্টেল সুপার ডা. খালিদ সাইফুল্লাহ, ডা. ফাহমিদা জেসমিন সহ আরও অনেকে হোস্টেলে এসে চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীদের হাতে এগুলো পৌঁছে দেন। নিঃসন্দেহে এটি করোনা মহামারীতে চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীদের জন্য নেয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।